মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

দ্রুত রাজাকারের তালিকা প্রকাশ

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | ১১:৫২ অপরাহ্ণ

দ্রুত রাজাকারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ঃ সংসদে আইন প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে। এ ডিজিটালাইজেশন ব্যবস্থার আওতায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ওষুধ সব ফ্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বাড়ি বরাদ্দ করেছেন। এরই মধ্যে এর বাজেটও হয়েছে।
তিনি আরও বলেন, রাজাকার দেশ ও জাতির শ্রুত্র। দেশ যখন এগিয়ে যায় তখন দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে।৭১ যুদ্ধে এমন একদল রাজাকার ছিল তারা দেশে বসবাস করে দেশের ষড়যন্ত্র লিপ্ত থাকত।খুব শ্রীঘ্রই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।রাজাকারের সন্তানরা দেশে আবারও উৎপাত শুরু করে দিয়েছে। তারা ভদ্র বেশ ধরে রাজাকারী করেছে এখন আাবারও বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। তাদের থেকে আপনারা সতর্ক থাকুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন