রূপগঞ্জে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২৫ আসামিকে ধরিয়ে দিতে নাম পরিচয় প্রকাশ করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
আসামিরা হলেন, গাউছিয়া হাজী বাড়ি এলাকার আলী হোসেন এর ছেলে কামাল হোসেন। কামাল হোসেন চার বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
বরপা এলাকার কবির হোসেন এর ছেলে আমান উল্লাহ ওরফে সজল। আমান উল্লাহ ওরফে সজল তিন বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। দক্ষিন রূপসী এলাকার ইছব আলীর ছেলে হাবিবুর রহমান। হাবিবুর রহমান ৬ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
বরপা এলাকার মৃত এনায়েত হোসেন এর ছেলে শিবলু ওরফে হাবা ওরফে হাওয়া । হাবা ৬ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি।
কেন্দুয়া এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে ফিরোজ। ফিরোজ যাবৎজীবন কারাদন্ড প্রাপ্ত আসামি। মুশুরী এলাকার শহীদুল্লার ছেলে নবী হোসেন। সে পলাতক আসামি।
জাহাঙ্গীর এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে শামীম। শামীম এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বিরাব এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে আব্দুল হক। সে পলাতক আসামি। হাটাব এলাকার আয়েত আলীর ছেলে জাকির হোসেন।
জাকির হোসেন এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বাড়িয়াছনি এলাকার মৃত আমির আলীর ছেলে মোকছেদ আলী প্রধান ওরফে রবিন। রবিন এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। রূপসী পশ্চিমপাড়া এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে আলাউদ্দিন। সে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
দড়িকান্দি এলাকার মৃত আবু সিদ্দিক এর ছেলে দুলাল। দুলাল দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। চনপাড়া বস্তি এলাকার পন্ডিত এর ছেলে বিল্লাল। বিল্লাল দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। তারাব এলাকার সামাদ ভুঁইয়ার ছেলে আজহার ভুঁইয়া। সে ৬ মাসের কারাদন্ড প্রাপ্ত আসামি।
কেয়ারিয়া এলাকার সবুজ মিয়া ওরফে বিশ্বজিৎ। সবুজ মিয়া এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। দীঘিবরাব এলাকার হুমায়ুন কবীর এর ছেলে সফিকুল ইসলাম।
সফিকুল ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। ভয়েলা এলাকার মৃত নজরুল ইসলাম এর ছেলে খন্দকার রোমান। রোমান দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
চারিতালুক এলাকার মহর আলীর ছেলে রুবেল মিয়া। সে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। পাড়াগাঁও এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আ: রহিম। আ: রহিম দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
মাছিমপুর এলাকার মৃত আশকর আলীর ছেলে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি । ভুলতা এলাকার শাহজাহান এর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু। হাবু ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
চনপাড়া ৮ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ এর স্ত্রী আনোয়ারা ওরফে পুতুল। পুতুল ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। টাওরা এলাকার হাম্মেদ মিয়ার ছেলে হবি। হবি ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
কামালকাঠি এলাকার রফিক ভুঁইয়ার ছেলে আমির হোসেন। আমির হোসেন তিন বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।
নোয়াপাড়া এলাকার বাউল চন্দ্র দাসের ছেলে শ্রী কার্তিক চন্দ্র দাস। কার্তিক চন্দ্র দাস চার বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। শনিবার (৬ ফেব্রয়ারি) রূপগঞ্জ থানা পুলিশ পলাতক আসামিদের ধরিয়ে দিতে নামের তালিকা প্রকাশ করেছেন।