ঢাকায় মোহাম্মদপুর এলাকার মহিলালীগ কর্মী ইয়াসমিন আক্তারের ফ্লাট বাসায় হামলা হয়েছে । ফ্লাট দখল করে নিয়েছে দূর্বৃত্তরা, সাথে ভাংচুর ও লুটপাট করে ঐ ফ্লাটের ভারাটিয়াদের বের করে দেওয়া হয়েছে । এছাড়াও গ্রামের বাড়ির জমি ও বসত ভিটা দখলের অভিযোগ পাওয়া গেছে।
গেল ৫ আগষ্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণভয়ে আত্মগোপনে আছেন, এই সুযোগে সারাদেশে একধরনের অরাজকতা বিরাজ করতেছে।
রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডের ‘ব্লক বি’ এর টিসিএল মাছুদ গার্ডেনের ৬ তলার ইয়াসমিন আক্তারের ফ্লাটে গত ৭ আগষ্ট বুধবার আনুমানিক বিকাল ৩টায় ভাংচুর, লূটপাট, জোর করে ভাডাটিয়া উচ্ছেদ এবং ফ্লাটে দখলে নেয় বিরোধী পক্ষের সন্ত্রাসীরা।
পারিবারিক সূত্রে জানা যায় যে, ইয়াসমিনের গ্রামের বাড়িতে ও হামলা হয়েছে। কুমিল্লার জেলার তিতাস উপজেলার পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে বিরোধী পক্ষ। ইয়াসমিন আক্তার বর্তমানে তার মেয়ের পরিবারের সাথে যুক্তরাজ্যে অবস্থান করতেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ইয়াস্ মিন আক্তার একজন ভাল গুনাবলীর মহিলা। সামাজিক কার্যকর্মে তিনি নিবাদিত প্রাণ ছিলেন। তবে তাকে নিয়ে কিছু বিতর্ক ও লোক্মুখে শুনা যায়। চ্যারিটি কায্যক্রমের আডালে তার বিরুদ্ধে সরকারি টাকা আত্নসাতের অভিযোগ আছে।