রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর প্রচারণায় বাঁধা, হুমকি পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ

রূপগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর প্রচারণায় বাঁধা,  হুমকি পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তার সমর্থকের হুমকি ধামকি ও তার নির্বাচনী পোষ্টার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগও করেন তিনি। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াবাড়ি, মর্তুজাবাদ, নাহাটি, মাছিমপুর, , মতিন মার্কেট
নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে নোয়াপাড়াতে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমি এলাকাতেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাদরে গ্রহণ করছে। নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার এতো কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত আমি রূপগঞ্জকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন