রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলা বারদী রাস্তার মহজমপুর বাজারে বেহাল অবস্থা ।

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | ৯:৪৩ অপরাহ্ণ

তালতলা বারদী রাস্তার মহজমপুর বাজারে বেহাল অবস্থা ।

জামান ভূঁইয়া , সোনারগাঁও :– খুব বেশি দিন হয়নি-এ রাস্তার মেরামতের কাজ করা হয়েছে । রাস্তাটি সোনারগাঁও উপজেলার তালতলা বারদী রাস্তা । এ রাস্তা দিয়ে দৈনিক ছোট বড় হাজার হাজার যানবাহন চলাচল করে । বিশেষ করে , নোয়াগাও ইউনিয়ন এবং বারদী ইউনিয়নে সিমেন্ট , ময়দা মিল সহ অনেক কলকারখানা স্থাপিত হওয়ার কারনে , ভারী যান চলাচল বেশী করে থাকে । যার ফলে , রাস্তায় ভাঙ্গনের সৃষ্টি হয়ে থাকে । বেঙ্গল সিমেন্ট , ফ্রেস সিমেন্ট , আমান সিমেন্টের ভারী গাড়ী গুলো সারা দিন রাত চলাচল করে । তাছাড়া , বারদীতে বাবা লোকনাথের সমাধি সৌধ থাকায় , এখানে প্রতিদিনই বড় বড় বাস সহ শত শত গাড়ী চলাচল করে । রাস্তাটি মেরামত করার সময় , নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার কারনে অল্প সময়ের মধ্যেই ভিবিন্ন যায়গায় রাস্তা ভেঙে যায় । যার ফলে প্রতিনিয়তই রাস্তা ভাঙার কারনে ছোট বড় সব ধরনের যানবাহন দূর্ঘটার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে । বিশেষ করে , সোনারগাঁওয়ের এই মহজমপুর বাজারটি খুব একটা গুরুত্বপূর্ণ বাজার । ঐতিহাসিক মহজমপুর বাজার । এখানে , হযরত শাহ আলম শাহ এর মাজার , ব্যাংক , ভূমি অফিস , পাশে ঐতিহ্যবাহী মহজমপুর উচ্চ বিদ্যালয় সহ অনেক প্রতিস্ঠান আছে । যার কারণে এ রাস্তা দিয়ে পায়ে হেটে এবং রিক্সা যোগে যাতায়াত করার সময় প্রায়ই রাস্তায় গর্ত হওয়ার কারনে রিক্সা থেকে পরে আহত হয়ে থাকে । তাই এলাকার ভুক্তভোগী জনসাধারণের দাবী দ্রুত ভাঙা এবং গর্তের সৃষ্টি হওয়া যায়গা গুলো মেরামত করে দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার ব্যাবস্থা করা হউক ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন