মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে নারায়ণগঞ্জে ৯৫টি মামলা

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে নারায়ণগঞ্জে ৯৫টি মামলা

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২৩ জুলাই শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। আর এই সময়ে অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে।

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে নারায়ণগঞ্জে বেশ কঠোরভাবেই পালিত হয়েছে লকডাউন। কঠোর বিধিনিষেধের ১৪দিনের লকডাউনের প্রথমদিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ২৩টি মোবাইল কোর্ট ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে।

শুক্রবার (২৩ জুলাই) শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯৫টি মামলায় ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেছেন। জরিমানা আদায় করার পাশাপাশি তারা যেন বিধি নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়।

প্রসঙ্গত: শুক্রবার ভোর ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে নারায়ণগঞ্জসহ সারাদেশে। বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর মাঠে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন