সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক মেয়রের মনোনয়ন ফরম সংগ্রহ ৮ জন

শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ | ১২:২৬ পূর্বাহ্ণ

নাসিক মেয়রের মনোনয়ন ফরম সংগ্রহ ৮ জন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের মনোনয়ন ফরম ৮ জন ক্রয় করেন । আরও ৫ দিন বাকি। এমন অবস্থায় নারায়ণগঞ্জ নির্বাচন অফিস তথ্য অনুযায়ি, ‘বৃহস্পতিবার পর্যন্ত বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী পাশা-পাশি মেয়র পদে আরও ৭জন প্রতিদ্বন্দ্বিতার জন্য আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৩ জনই গত এনসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বতা করেছিলেন মেয়র আইভীর সাথে’।নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল পর্যন্ত মেয়রসহ ১৯১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আর দাখিল হয়েছে ২জনের ফরম।

এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন-স্বতন্ত্র হিসেবে এড. মো. সাখাওয়াত হোসেন, এটিএম কামাল, ও কামরুল ইসলাম। বাংলাদেশ কল্যান পাটি থেকে মো. রাশেদ ফেরদৌস, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সেলিনা হায়াৎ আইভী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মো. জসীম উদ্দিন ও খেলাফত মজলিস থেকে এবিএম সিরাজুল মামুন।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট পেয়ে জয় লাভ করেছিলেন। এ বছরও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এই নেত্রী।

সেই নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৪৪ ভোট পেয়ে ছিলেন। এবার বিএনপি নির্বাচনটিতে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র থেকে অংশ নিতে যাচ্ছেন এই নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ২০১৬ সালের নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন। তখন ১৩ হাজার ৯১৪ ভোট পেয়ে ছিলো। এবারও একই দল থেকে মনোনিত হয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন।

একই ভাবে ২০১৬ সালের এনসিসি নির্বাচনে বাংলাদেশ কল্যান পার্টি থেকে হাত ঘড়ি প্রতীক নিয়ে মো. রাশেদ ফেরদৌস পেয়ে ছিলেন ৪৮০ ভোট। সম্প্রতি তিনিও অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া নতুন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। তিনি দীর্ঘদিন আমেরিকায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি বাংলাদেশে এসে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচনের প্রায় ৬ মাস পূর্বেই আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে ছিলেন মো. কামরুল ইসলাম বাবু। পুরো শহরে পোস্টার ব্যানার করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন নতুন করে মনোনয়ন সংগ্রহ করেছেন।

পাশাপাশি বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকেও এবার অংশ নিচ্ছেন মো. জসিম উদ্দিন। যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের সাথে বটগাছ প্রতিক নিয়ে অংশ নিয়েছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন