রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত আহত ৬

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | ৬:২২ অপরাহ্ণ

রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত আহত ৬

সোহেল কবির, বিশেষ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

রূপসী কাঞ্চন সড়কের হাটবো আতলাশপুর জেলে পাড়া এলাকায় গতকাল বুধবার  সকাল ৭টা ৩০ মিনিটের সময় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ৩ বন্ধু খেজুরের রস খাওয়ার জন্য কাঞ্চনের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ইট বোঝাই নসিমন গাড়ি মুড়াপাড়া এলাকার দিকে যাচ্ছিল। রূপগঞ্জ থানা পুলিশ  ও স্হানীয় সূত্রে জানা গেছে মোটরসাইকেল চালক নসিমন গাড়ি কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক  হৃদয় (২৭) নিহত হয়। আহত হয় ২ জন তাদের বাসা ঢাকার নতুনবাজার এলাকায়। অপরদিকে  সকাল ৯ টার সময় ঢাকা মেট্রো- গ  ৩৬-২৬৯৮    প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ২ জন নিহত ও ৪ জন আহত হয়। নিহত রামদাস (৭০)পিতা,মৃত ফালাইননা ,ওবায়দুল মুন্সী (৭০) পিতা মৃত গোলাম রহমান,দুই জনের বাড়ি  হাটাব আতলাশপুর জেলে পাড়া এলাকায়।প্রতিদিনের মতো তারা ২ জন বাড়ির সামনের সড়কের পাশে বসেছিল। আহত  তাহের  (৫০),দর্বেশশর (৫৫) রামাধন (৬১)ও অনিক (৩০)।স্হানীয় এলাকাবাসী  আহতদের উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন