সোহেল কবির, স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫-ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবকরা দিনরাত মানব সেবায় নিয়োজিত। তারা বিনা পয়সায় জনগণের সেবা করে যাচ্ছে। প্রতিটা সময়ই তারা যেখানেই যে কোন ধরনের দুর্ঘটনা ঘটে হোক সেটা অগ্নি দুর্ঘটনা বা অন্য যেকোনো দুর্ঘটনায় তারা কিন্তু এগিয়ে আসে। সাভারের রানা প্লাজা ধ্বস, চট্টগ্রামের ডিপোর ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস এর কর্মীদের সাথে স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ভারতীয় মিডিয়া দেশ সম্পর্কে অপ-প্রচার চালাচ্ছে যা অন্য কোন দেশের মিডিয়া তা প্রকাশ করেনি। আমরা সবাই একসাথে এই অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল। এ সময় স্বেচ্ছাসেবকদের মাঝে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হয়।