শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ

ভারতে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সোহেল কবির,স্টাফ রিপোর্টার :

ভারতে বিজেপি নেতা কর্তৃক প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর সম্মিলিত ওলামা পরিষদ রূপগঞ্জ শাখার আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের বরপা ও বিশ্বরোড এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত ওলামা পরিষদের উপজেলা সভাপতি মুফতি বদরুল আলম সিলেটির সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মান্নান সিরাজী, মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী, মাওলানা ইমরান হোসাইন আজমী,
হাফেজ আবু তাহের, মাওলানা হাসান মহসিন, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা কামরুল হাসান, মুফতি আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর অপমান আমরা মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারী বিজেপি নেতাকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। বক্তারা সরকারের উদ্দেশ্য আরো বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে।###




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন