রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সেনা বাহীনির অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ

রূপগঞ্জে সেনা বাহীনির অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজী ও জবর দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে রিপন ও খোকন নামের ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় এ বিষয়ে পৃথক অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী বিসমিল্লাহ আড়ৎ ব্যবসায়ী রূপসীর বাসিন্দা ডাক্তার মজিবুর রহমান বলেন, সাওঘাট এলাকায় আড়ৎ ব্যবসার বিরোধের জেরে প্রতিপক্ষ সেলিম প্রধানসহ তার সহযোগীরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে। শুধু তাই নয়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে চাইলে মোটা অংকের চাঁদাদাবী করে আসছিলো। তাই থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করি। এদের বিরুদ্ধে পূ্র্বে মামলা রয়েছে। আজ সকালে অভিযুক্ত মত্তুজাবাদের বাসিন্দা রিপন প্রধান ও কাঞ্চনের বাসিন্দা এসবি খোকন নামের দুজনকে আটক করা হয়েছে।

রূপগঞ্জ থানা তদন্ত ওসি জোবায়ের হোসেন বলেন, মজিবুর রহমান নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সেনা বাহীনির অভিযানে আটক করার পর এসবি খোকন ও রিপন নামের দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন