ফতুল্লার পারভেজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৫দিনের রিমান্ডে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী
ফতুল্লার পারভেজ হোসেন (২৩) হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ওই মামলার ৫নং আসামী বলে জানা গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চেয়েছিল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন (২৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর মাহমুদপুর এলাকায়।
এই ঘটনায় গত ২২ আগস্ট রাতে নিহতের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।