নারায়ণগঞ্জ রূপগঞ্জে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে কর্নগোপ এলাকায় তারা এ কর্মসূচী পালন করে। এসময় বিক্ষোভ মিছিলটি কর্ণগোপ সড়কসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে। কর্মসূচীতে বক্তব্য রাখেন, হাজ¦ী মোহাম্মদ ফাইজুল ইসলাম, সুফিয়া বেগম, বিউটি আক্তার, বিএনপি নেতা রফিক মোল্লা প্রমূখ। গত ১৯ আগষ্ট রাতে আওয়ামীলীগ সমর্থিত নেতা তোহিদুল ইসলাম রিপন, মাসুদ ভুইয়া, বিদ্যুৎসহ সন্ত্রাসীরা কর্ণগোপ এলাকায় শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় বক্তারা বলেন, যারা যুবদল নেতা শফিককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তাদেরকে আইনে আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও আমাদেরকে হুমকি ধামকি প্রদান করছে।