সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদি, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আগুনের সংবাদ পেয়ে সেনাবাহিনী, রাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সর্বশেষ ১৪জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে কয়েকজন লোক নিখোজ রয়েছে বলে দাবী করেছেন নিখোজের স্বজনরা।