বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট – কোটি টাকার ক্ষয়ক্ষতি

বুধবার, ২১ আগস্ট ২০২৪ | ৫:৩৮ অপরাহ্ণ

রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট – কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে থাকা নগদ ১২ লক্ষ টাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টিভি, বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,
অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনীর একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাড়িটিতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির মেইনগেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে ।

পরবর্তীতে বাড়িতে থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ লক্ষ টাকা, ৩o ভরি স্বর্ণালঙ্কার,মোবাইল ফোন টিভি আসবাবপত্র লুটপাট করে পালিয়ে যায়। বাড়িতে থাকা লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এসে তাদেরকে উদ্ধার করে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন