শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও দুই মেয়র অপসারণ

সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | ৭:৫২ অপরাহ্ণ

রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও দুই মেয়র অপসারণ

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুবর রহমান হাবিব, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ও কাঞ্চন পৌরসভা মেয়র দেওয়ান আবুল বাসার বাদশাকে তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপজেলা শাখা-১ ও পৌর শাখা-১ পৃথক পৃথক ভাবে গত ১৮ আগস্ট এ বিষয় প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুব আলম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
উল্লেখ্য রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুবর রহমান হাবিব চেয়ারম্যান পদে, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাছিনা গাজী তারাবো পৌরসভার মেয়র পদে ও দেওয়ান আবুল বাসার বাদশা কাঞ্চন পৌরসভার মেয়র পদে নিয়োজিত ছিলেন। কাঞ্চন পৌরসভার মেয়র পদে দেওয়ান আবুল বাসার বাদশাকে অপসারণ করায় কাঞ্চন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন