সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের গণ আন্দোলনে মুখে অবশেষে পদত্যাগ করলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা। বিকাল ৩ টারদিকে তিনি নিজে পদত্যাগ পত্র লিখে স্বাক্ষর দেন। পরে সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা আনন্দ মিছিল বের করেন।
শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আউয়াল মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন অংশ গ্রহন না করেন সেজন্য ভয়ভীতি দেখিয়েছেন। তাছাড়া, ভুলতা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষায় ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়, বাধ্যতামূলক কোচিং করানো, অতিরিক্ত বেতন আদায়, শিক্ষার্থীদের বিভিন্ন অযুহাতে হয়রানী, বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অধ্যক্ষে পদত্যাগের দাবীতে রবিবার থেকে প্রতিষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে। সোমবার সকাল থেকে অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা পদত্যাগ না করলে শিক্ষার্থীরা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রাখবে বলে ঘোষনা দেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বাধ্য হয়ে বিকাল ৩ টারদিকে অধ্যক্ষ আব্দুল আউয়াল নিজে শারিরীকভাবে অসুস্থ থাকার কারনে দেখিয়ে চাকুরী থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেন। সেই খবর শিক্ষার্থীরা জানতে পেরে তারা তাদের কর্মসূচী থেকে সরে গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেন। পরে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সকলে জাতীয় সংগীত গান ও
আনন্দ মিছিল করেন।