শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ

শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | ৮:২৩ অপরাহ্ণ

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থ্যতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট শনিবার উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবর রহমান, যুবদলের নেতা আবু মাসুম, সুলতান মাহমুদ, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর আলম , খুরশেদ আলম , আক্তার হোসেন, আব্দুল কাদির রাজিব, ইব্রাহিম দেওয়ান, মাহমুদুল হাছান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বক্তারা আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করার জন্য অন্তবর্তীকালিন সরকারের কাছে দাবি করেন।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন