শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বৈষম্য বিরোধী আনন্দোলনের ভুয়া সমন্বয় আটক

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ

রূপগঞ্জে বৈষম্য বিরোধী আনন্দোলনের ভুয়া সমন্বয় আটক

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের আনিছুর রহমান (২৭) নামের এক ভুয়া সমন্বয় পরিচয়দানকারীকে আটক করেছে শিক্ষার্থীরা। ১২ আগস্ট সোমবার ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে  তাকে আটক করা হয়। সে উপজেলা ভোলাবো ইউনিয়নের চারিতাল্লুক এলাকার মতিউর রহমানের ছেলে। তাকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন  মুচলেখা রেখে তার পরিবারের কাছে তুলে দেন।

শিক্ষার্থীরা জানান, আনিছুর রহমান নামের এক যুবক বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের রূপগঞ্জের সমন্বয় পরিচয় দিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  কর্মসূচী প্রচার প্রচারণা চালাচ্ছে। তার ফেইসবুক প্রোফাইলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে। সে সমন্বয়ক সেজে ছাত্রদের বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের কার্যক্রমের দূর্নাম ছড়ানোর জন্যই এ কাজ করছে।

এ ঘটনায় আটককৃত ভুয়া সমন্বয় আনিছুর রহমান সে ভুয়া সমন্বয় স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এরকম কাজ আর কোনোদিন করবে না বলে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের কাছে মুচলেখা দেন।

এ ব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, গতকাল ভুলতা এলাকা থেকে  ভুয়া সমন্বয় পরিচয়দানকারী এক যুবককে আটক করে  উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। পরে ওই ভুয়া সমন্বয়কারীকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন