শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সাঁজছে ফ্লাইওভারের পিলার, সড়কে নেই বিশৃঙ্খলা 

রবিবার, ১১ আগস্ট ২০২৪ | ৬:৪১ অপরাহ্ণ

রূপগঞ্জে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সাঁজছে ফ্লাইওভারের পিলার, সড়কে নেই বিশৃঙ্খলা 

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত কয়েক দিন যাবত বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করে আসছে ।

রবিবার  দিনব্যাপী সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রংতুলির আঁচড়ে রঙ্গিন করে তুলেছে উপজেলার বিভিন্ন দেয়াল রাস্তা ও ফ্লাইওভারের পিলারসহ নানান স্থাপনা। ফিরিয়ে এনেছে সড়কে শৃংখলা ।

শিক্ষার্থীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও এই কাজে যুক্ত হয়েছে ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বে পূর্ণাঙ্গভাবে ফিরে না আসা পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে লোকজনদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা।  সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা  এছাড়া সরকারি মুড়াপাড়া কলেজ, ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা  ট্রাফিক নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা  ও রং তুলিতে  রঙ্গিন করার কর্মসূচিতে অংশগ্রহন করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন