শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৈশ প্রহরীকে হাত পা বেঁধে খামারে ডাকাতি

শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৈশ প্রহরীকে হাত পা বেঁধে খামারে ডাকাতি

বিশেষ প্রতিনিধি:   নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে নৈশ প্রহরীকে হাত পা বেঁধে এক গরুর খামারের গরু ডাকাতি করেছে ডাকাত দল। ডাকাতদল ওই খামারের ৯টি গরু লুট করে নিয়ে যায়। পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার খামারে শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত অবস্থায় নিরাপত্তাপ্রহরী সোহরাব হোসেনকে শনিবার সকালে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁউপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়া তার গ্রামে অবস্থিত আগমন সিএনজির পেছনে ছোট পরিসরে একটি গরুর খামার গড়ে তুলে। ওই খামারে গত শুক্রবার রাতে কোন এক সময়ে এক দূর্র্ধষ ডাকাতি হয়। ডাকাতদল খামারের ও ওই এলাকার একটি গাড়ির গ্যারেজের নিরাপত্তা প্রহরী সোহরাব হোসেনকে মারধর করে হাত পা বেঁধে রফিক মিয়ার খামার থেকে ৯ টি গরু ডাকাতি করে পালিয়ে যায়।

খামারের মালিক রফিক মিয়া জানান,গত শুক্রবার রাতে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়লে শনিবার ভোরে তার এক আত্মীয় ফোনে জানতে পারে গ্যারেজে ডাকাতি হয়েছে। নিরাপত্তা প্রহরীর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এ খবর শুনে খামারের দরজার তালা ভেঙ্গে দেখি আমার খামারের ৯টি গরু নেই। তিনি বলেন,আমার এতো বছরের কষ্টের আয় দিয়ে গড়া খামারের ৯ টি গরুর দাম প্রায় ১০ লাখ টাকা। আমি আজ নি:স্ব হয়ে গেছি।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন