শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে শীতের আগাম সবজি- দাম চড়া

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে শীতের আগাম সবজি- দাম চড়া

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা বাজারে শীতের আগাম সবজি পাওয়া যাচ্ছে। শীতের আগাম এসব সবজির মধ্যে রয়েছে, টমেটো, শিম, ফুলকপি, গাজরসহ বেশ কিছু সবজি। তবে দাম অনেক বেশি হওয়ায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি দেখা মিলছে কাঁচাবাজারগুলোতে। ক্রেতাদের শিম কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ১৫০-১৮০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও ২০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। সেই সঙ্গে প্রতি পিস ফুলকপি কিনতে লাগছে ৫০-৬০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা প্রতি কেজি ৬০ টাকা, কালো বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০টাকা, কাকরোল ৫০টাকা, করলা ৬০টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, চিচিংগা ৬০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা, ঢেড়শ ৫০টাকা, বরবটি ৮০টাকা, পেঁপে ৩০থেকে ৪০ টাকা, কচুর মুখি ৬০টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে বড় ইলিশ মাছ প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০-৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০-৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন