শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাং ৮ জনকে গ্রেফতার

সোমবার, ৩০ আগস্ট ২০২১ | ১১:৩০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাং ৮ জনকে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনধিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্ততির সময়ে গ্রেফতার করা হয়। গত ২৯ আগস্ট রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় র‌্যাব-১১ এর আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া হোলার বি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাপাতি-১টি এবং সুইচ গিয়ার চাকু ৪টি অস্ত্রসহ উদ্ধার করা হয়।আসামীরা হল মোঃ কনক (২০) মোঃ জুয়েল আহম্মেদ (২২)মোঃ শামিম হোসেন (১৯) মোঃ সাদ্দাম হোসেন (২১) মোঃ লিয়ন খান (১৮) প্রান্ত হক সৈকত (১৮)মোঃ হৃদয় ইসলাম (১৮) মোঃ নাহিদুল ইসলাম (১৯) এরা সবাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর দুষ্কৃতিমূলক কর্মকান্ড দমনের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাহমুদুল হাসান লেঃ কমান্ডার প্রেস বিজ্ঞপ্তি জানান,আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন