শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯৩৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯৩৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার ১৮ আগস্ট রাতে মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে ১৯.৩৩০/পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে মো. কবির হোসেন (৩২) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯.৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ওই মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন