বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

টহলের পাশাপাশি ভোররাতে সাহরি নিয়ে হাজির নারায়ণগঞ্জ পুলিশ

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ২:২৫ অপরাহ্ণ

টহলের পাশাপাশি ভোররাতে সাহরি নিয়ে হাজির নারায়ণগঞ্জ পুলিশ

শহর প্রতিনিধি : মানুষের নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি করছে মানবিক কাজ। টহলের পাশাপাশি ভাসমানদের হাতে তুলে দিচ্ছেন সাহরির খাবার। এমন দৃশ্য দেখা গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে।

শনিবার ভোররাতে শহরের চাষাঢ়া গোল চত্বর থেকে শহরের বিভিন্ন স্থানে রাস্তার অলিগলিতে শুয়ে থাকা ভাসমান মানুষগুলোর হাতে সাহরির খাবার তুলে দেয় পুলিশ।

নারায়ণগঞ্জ ট্রাফিকের অ্যাডমিন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে রাতে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাস্তায় ভাসমান মানুষগুলোর হাতে রাতের খাবার তুলে দেয়া হয়েছে। পুলিশ যেমন মানুষের নিরাপত্তায় কাজ করবে। সাথে সাথে মানবতা আমাদের কাজের আরেকটি অংশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, এটা অত্যন্ত সামান্য কাজ। এক দিকে যেমন টহলের কাজ চলছে আরেক দিকে মানবিক কাজ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা সবাই এভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ালে রমজান মাসে দোয়া পাওয়া যাবে। আর ‘পুলিশ ই জনতা, জনতা পুলিশ’ এ স্লোগানের মধ্যেই তো জনগণের সেবার কথা উল্লেখ রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন