শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

কাতার বিশ্বকাপ দেখতে দর্শকদের নিতে হবে করোনা টিকা

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৮:০২ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপ দেখতে দর্শকদের নিতে হবে করোনা টিকা

ডেস্ক রিপোর্ট : করোনার করালগ্রাসে বিপর্যস্ত বিশ্ব। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে কবে আসবে তা জানা নেই কারোই। তাইতো বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো। অবশ্য তার অধিকাংশই দর্শকশূন্য গ্যালারিতে।

তবে সে পথে হাঁটতে চায় না দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শকপূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। সে লক্ষ্যেই দেশটি হাতে নিয়েছে মেগা প্রজেক্ট।
বিশ্বকাপের আগেই সংশ্লিষ্ট সবাইকেই দেয়া হবে কোভিডের ভ্যাকসিন। এখানেই শেষ নয়, বিভিন্ন দেশ থেকে আগত সব সমর্থকদেরও বাধ্যতামূলকভাবে নিতে হবে এই টিকা। যার ব্যবস্থাও করবে কাতার কর্তৃপক্ষ। আর এজন্য বিশেষ বাজেট ঘোষণা করেছে আয়োজকরা।

এদিকে কাতার থেকে নজর ফেরানো যাক স্পেনের বার্সোলোনায়। আলোচনার বিষয় লিওনেল মেসি। চলতি মৌসুম শেষে এলএমটেন কি কাতালানদের গুডবাই বলছেন নাকি থাকছেন, গেলো বছরখানেক ধরেই এটা ফুটবল বিশ্বের টক অব দ্য টপিক।
এবার সেই আলোচনায় নতুন মাত্রা দিলো স্প্যানিশ দৈনিক স্পোর্ট। তারা বলছে মেসিকে নাকি বেতনের নতুন প্রস্তাব দিয়েছেন হুয়ান লাপোর্তা। তবে বর্তমান বেতনের চেয়ে সেই বেতনের পরিমাণ আর্থিক অংকে কম।
বার্সার বর্তমান আর্থিক অবস্থা বেশ নাজুক। চুক্তিতে নাকি বলা আছে অবস্থা ভালো হলে বেতন বাড়ানো হবে মেসির। সেই সঙ্গে প্রস্তাব থাকবে মেসির বার্সেলোনার শুভেচ্ছা দূত হওয়ারও। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি কোনো পক্ষ।
এবারের খবরটা মেসির স্বদেশী কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাদোনার। গেলো বছর ২৫ নভেম্বর গত হলেও এখনও যিনি আছেন ভক্তদের মণিকোঠায়। এবার নিলামে উঠছে ১৯৮২ সালের ১৩ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলা ম্যারাদোনার বিশ্বকাপের প্রথম ম্যাচের জার্সিটি।

যার ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬৫ হাজার ডলার। তবে নিলামের আয়োজক প্রতিষ্ঠান গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল আশা করছে কমপক্ষে দুই লাখ ডলার দাম উঠবে জার্সিটির।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন