বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

প্রবীণ রাজনীতিক মওদুদ আহমেদের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৫:৫২ অপরাহ্ণ

প্রবীণ রাজনীতিক মওদুদ আহমেদের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

বিশেষ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি, ভাষা সৈনিক ও দেশের প্রবীন রাজনীতিবিদ ব্যারিষ্টার মওদুদ আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মওদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।

তারা বলেন, বাংলাদেশের আইন ও প্রশাসনিক সংস্কারে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সমসাময়িক ঘটনায় অনেক আলোচিত-সমালোচিত হলেও তিনি ছিলেন একজন মেধাবী রাজনীতিক। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি প্রবাসী সরকারের পোস্টমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নেতৃদ্বয় বলেন, মওদুদ আহমেদ রাজনীতিতে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সকল সময় দেশের পক্ষে কথা বলেছেন, দেশ নিয়ে ভেবেছেন, দেশের মানুষ নিয়ে ভেবেছেন। এমন রাজনীতিবিদের চলে যাওয়া মেধাভিত্তিক রাজনীতিতে শূণ্যতা সৃষ্টি করলো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন