বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

মাদকের তৎপরতাসহ অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে আহবান : এডিসি শামীম

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৭:৩৬ অপরাহ্ণ

মাদকের তৎপরতাসহ অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে আহবান : এডিসি শামীম

নিজস্ব প্রতিবেদক,

নারায়নগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় হকার সমস্যা, মাদকের তৎপরতা ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয় ।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বাস্থ্য মন্ত্রীর আগমনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাল অনুপস্থিতিতে এডিসি শামীম ব্যাপারী সভাপতিত্ব করেন। সভায় এডিসি শামীম ব্যাপারী বলেন, বর্তমানে হকার সমস্যা একটি জটিল সমস্যা। তাই হকার সমস্যা সমাধানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

এছাড়াও সমাজে মাদকের বিস্তার দিনের পর দিন বেড়েই চলেছে। এই মাদক নিয়ন্ত্রনে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও কিশোর গাং নিয়ন্ত্রনে প্রশাসনসহ সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান এডিসি শামীম ব্যাপারী।
সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, সদর উপজেলার চেয়ারম্যান এড. আজাদ বিশ্বাস, এড. নুরজাহান, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, স্বাস্থ্য অফিসার ডা. জাহিদুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মজিদ কুমার, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মামুন মিয়া প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন