স্টাফ রিপোর্টার: সিদ্বিরগঞ্জ যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া ঢাকায় গ্রেফতার হয়ে ১৬’দিন কেন্দ্রীয় কারাগারে। পরিবারের মনোবল ভেঙে না পড়ার জন্য খোঁজ খবর নিচ্ছেন জেলা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও বিএনপি’র নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, গত ৪’মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। সেদিন ডিএমপির শাহবাগ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় শহিদুল ইসলাম।
গত ২৮’ফেব্রুয়ারী বিএনপি’র নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ১০’দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ঢাকার আদালত শহিদুলের ২’দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
এর পর থেকেই শহিদুল ইসলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারগারে রয়েছেন। শহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানালপাড় এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে। পারিবারের পক্ষ থেকে কয়েকদফা জামিন আবেদন করা হলেও তার জামিন হচ্ছেনা। ফলে পরিবারে দেখা দিয়েছে হতাশা।
এ দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, সদস্য শাহআলম হীরা ও রিয়াজুল ইসলাম গত ১৮’মার্চ শহিদুল ইসলামের পরিবারের খোঁজখবর নিতে মিজমিজি ক্যানালপাড় তার বাসায় যান। হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার জন্য পরিবারের সদস্যদের শান্তনা দেন নেতাকর্মীরাাপ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও বিএনপি’র নেতারা কারাবন্দি শহিদুল ইসলামের দ্রুত মুক্তির দাবি জানান।