সোনারগাঁয়ের কাঁচপুর থেকে ১কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ রোকসানা (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- সদস্যরা। সোমবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় র্যাব-১১, সিপিএসসি’র বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোছা: রোকসানা সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকার ইসরাফিলের স্ত্রী।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) র্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। সে বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।