শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার দাবি

শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | ১০:০৩ অপরাহ্ণ

পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার দাবি

মোঃ জিয়াউর রহমান: দীর্ঘদিনের বৈষম্যের স্বীকার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন পরিষদের আদলে বেতন ভাতা ও অবসরকালীন ভাতা চালুসহ সকল প্রকার ব্লক পোষ্টে পদোন্নতির ব্যবস্থা রেখে গ্রহণযোগ্য সার্ভিসরুল প্রণয়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ও এল জি আর ডি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় এক যৌথ সভায় দাবি জানান কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ম ই তুষার ও সদস্য সচিব বাবুল হোসেন। এ দাবি বাস্তবায়নের জন্য বৈষম্যের স্বীকার কর্মকর্তা কর্মচারীদের নেতৃবৃন্দ সভায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রার্থনা করেন।

কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ম ই তুষার এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএপিএস সভাপতি আব্দুল আলীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএপিএস এর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, সরকার দলিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তাসমিন আলী লিলি, নূর মোহাম্মদ, হুমায়ুন কবির, সদস্য জহিরুল হাসান সুবীর, দুলাল মোড়ল,নুরুন নাহার স্মৃতি, মোঃ আবুল কালাম আজাদ দুলাল, মোঃ সোরাব হোসেন বুলু, বাবুল হোসেন সরকার, আবুল খায়ের মনু, কাজী রফিকুজ্জামান রফিক, আসাদ প্রমূখ।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষে কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন