শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াদে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন পালন

শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ণ

রিয়াদে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম  দিন পালন

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দোয়া-মোনাজাতের পর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিপুল উৎসাহে পালিত হয় খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন। 

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে , প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের পরিচালনায় আনন্দ উৎসব ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তালুকদার হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন ইনভেস্টার ও নোভা ইন্টার প্রাইজের চেয়ারম্যান সাইফ চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য রাখেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন,প্রবাসী লক্ষী পুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান,প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক রাকীবুল হাসান।

বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুর রহমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন