সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশে বইমেলা মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী।

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:৫৭ অপরাহ্ণ

একুশে বইমেলা মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

অমর একুশে বইমেলায় ভ্রমণে গেলেন মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা। বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত হবে না। এই বিষয়টিকে সামনে রেখে এবারের বইমেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে ব্রেইল পদ্ধতির নতুন বই তুলে দিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল । রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়া ডিএসসিসি ৬৫ নং ওর্য়াড আদর্শবাগ এলাকার মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।

বুধবার বিকেল ৪টায় ‘স্পর্শ’ প্রকাশনার এসব বই উপহার দেয়া হয়। মদিনাতুল উলুম দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসার শিক্ষার্থী ও ক্ষুদে পাঠকদের স্পর্শ’প্রকাশনীর নতুন বই হাতে তুলে দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এসব ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, অন্ধদের শিক্ষক- অন্ধ হাফেজ হারুনুর রশিদ, নাজিম এ তালিমাত- হাফেজ রফিকুল ইসলাম, নূরানী শিক্ষক হেদায়েতুল্লাহ, হাফেজ ফেরদাউস, অন্ধ হাফেজ আব্দুল্লাহ সহ মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

অন্ধ পাঠকদের জন্য বই প্রকাশের উদ্দেশে ২০০৯ সালে যাত্রা শুরু করে এরই মধ্যে ব্রেইল পদ্ধতিতে ১৯টি বই প্রকাশ করেছে স্পর্শ’প্রকাশনী।

এবারের বইমেলায় তারা পাঠকদের জন্য এনেছে ব্রেইল পদ্ধতির তিনটি বই কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন,ব্রেইল পদ্ধতির বই প্রকাশিত হলে ব্রেইল প্রেসও দাঁড়াবে। আর সেখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন