শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কে থামছে না নিষিদ্ধ যানবাহন,চাদাবাজদের পকেট ভারি

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ

মহাসড়কে থামছে না  নিষিদ্ধ যানবাহন,চাদাবাজদের পকেট ভারি

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের মহাসড়ক হাইওয়ে পুলিশের মান্তিতে টমটম, নসিমন, ভ্যান গাড়ি ও অটোরিকশা নিষিদ্ধ যানবাহন চলাচল ও মহাসড়কে চাদাবাজির অভিযোগ উঠেছে।

দেশে সড়ক দুর্ঘটনা এড়াতে আদালত হাইওয়ে ও মহাসড়কে থ্রী-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা থাকা সত্যেও এসকল রোডে থ্রী-হুইলার চালচল বন্ধ হয়নি।

অভিযোগ উঠেছে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যানবাহনের চালকরা,এতে করে মহাসড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা যায় ঢাকা সিলেট মহাসড়ক ও হাইওয়ে সড়কের ভুলতা ও গোলাকান্দাইল কাঞ্চন মায়ের বাড়ি এলাকায় হাজার হাজার নিষিদ্ধ যানবাহন হাইওয়ে পুলিশের মান্তিতে অবৈধ গাড়ির অনুমোদন দেওয়া হচ্ছে।
সেগুলোর খবর নিয়ে জানা যায়,নসিমন ,ভটভটি, অটোরিক্সা, ভ্যান গাড়ি এই সমস্ত নিষিদ্ধ যানবাহন মান্তিতে অনুমোদন দেওয়া হয় ।

নসিমন চালকদের সঙ্গে কথা বলে জানা যায় হাইওয়ে সড়কে টমটন, নসিম গাড়ি থেকে প্রতিমাসে এক হাজার করে টাকা হাইওয়ে পুলিশকে দেয়া হয়।

আরও জানা যায়, স্থানীয় নেতাকর্মীরা তাদের প্রতিনিধি দের দ্বারা মহাসড়কের ষ্ট্যান্ড ও সড়কে চলাচলরতো সকল গাড়ি থেকে দৈনিক ও মাসিক চাদাবাজি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এমনই তথ্য বেরিয়ে এসেছে চালক ও ভুক্তভোগীদের কাছ থেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন