শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৪ পূর্বাহ্ণ

মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

নাজমুল হাসানঃ

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী দৃষ্টিহীন এসব শিক্ষার্থীদের ঢাকায় অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করে সেখানকার পরিবেশ অনুভব করার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। রাজধানী যাত্রাবাড়ী থানাধীন আলী মোহাম্মদ খান রোড আদর্শবাগ কোনাপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। এতিম অসহায় পিছিয়ে পড়া দৃষ্টিহীনদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে মাওলানা আবুল কালাম আজাদের উদ্যোগে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এখানে দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। কুরআন শিক্ষার পাশাপাশি এসব দৃষ্টিহীনদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকল ধরনের শিক্ষা কারিকুলাম পরিচালনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদের অক্লান্ত পরিশ্রম আর সাধারণ মানুষের দেওয়া অনুদানের টাকায় চলছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানে যেকোনো বিত্তবান হৃদয়বান মানুষ তাদের অনুদানের টাকা বা জিনিসপত্র দিয়ে সহযোগিতা করতে পারেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন