
নারায়ণগঞ্জে বাড়ি ভাড়ার পাওনা ১৫ শত টাকা নিয়ে দ্বন্দ্বে মো. মেহেদী নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টায় নলুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মেহেদী ( ৪৮) মৃত ফজল হক এর ছেলে। সে একই এলাকায় মুরগী ব্যবসা করতো। প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে মো. আমিন জানায়, দীর্ঘ কয়েক মাস যাবত তারা অভিযুক্ত রানার তিন তলা বাড়িতে ভাড়া থাকতো। চলতি নভেম্বর মাসের ভাড়া নিতে তাকে ক্রমশই চাপ দিচ্ছিল রানা। রাতে পাওনা ১৫শত টাকা ভাড়া চাইতে এলে আগামীকাল দিবে জানায় ছেলে আমিন। একপর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে পিতা মেহেদী শান্ত করার চেষ্টা করে। পরে তা সংঘর্ষে রূপ নিলে রানা (৩৫), তার বোন পিংকি, সুমন, উভয়ের পিতা : মঞ্জু মিয়া। তারা মারধর শুরু করলে হাতে থাকা লাঠিসোটা দিয়ে পিটালে উপুর্যোপরি আঘাতে মেহেদী মাটিতে লুটিয়ে পড়ে। আহতবস্থায় মেহেদীকে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রানা চিহ্নিত সন্ত্রাসী নিহত এতিম সুজনের ছোট ভাই। এ ঘটনার পর স্থানীয়রা হত্যাকারীদের বিচার চেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন। পরে সদর মডেল থানা পুলিশ ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানায়, আমরা নিহত মেহেদীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ১০০শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আমরা অভিযুত্তদের আটক করতে চেষ্টা করছি, তারা পলাতক রয়েছে। মেহেদীর ময়না তদন্ত প্রতিবেদন পেলে এ ঘটনার বিস্তারিত বলা যাবে।