শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান প্রচেষ্টায় অপহরণ এর ৭ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৭:১৯ অপরাহ্ণ

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান প্রচেষ্টায় অপহরণ এর ৭ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৬ মাসের এক শিশুকে অপহরণের ৭ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

গতকাল রবিবার ১২ই সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মোগরাপাড়া মাজারবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, মাস খানেক আগে বাসার গৃহকর্মী হিসাবে শারমিন আক্তারকে নিয়োগ দেন চাকুরীজীবি দম্পতি এডভোকেট জহিরুল ও অধ্যাপক সালমা। এরপর গতকাল ১২ই সেপ্টেস্বর ওই চাকুরীজীবি দম্পতির একমাত্র কন্যা সন্তান জাফনাথ সাইদা জবা (১৬মাস) কে কৌশলে ঐ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় ওই গৃহকর্মী। বিষয়টি আঁচ করতে পেরে দম্পতি বাবা-মা সোনারগাঁও থানায় অবহিত করলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম এর নির্দেশে উদ্ধার অভিযান চালায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাফিজুর রহমান,ওসি তদন্ত শফিকুল ইসলাম এবং সঙ্গীয় পার্টি এএসআই রফিক সহ আরও অনেকে। অতঃপর প্রায় ৭ ঘন্টা অভিযান এর পর ঢাকা মহাখালী ফ্লাইওভার এর নীচ থেকে শারমিন সহ উদ্ধার করা হয় ১৬ মাস বয়সী জবা কে।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আপনারা বাড়িতে কোনো কাজের লোক নিয়োগ দিলে অবশ্যই তাদের ভোটার আইডি কার্ড এবং পুরো বায়োডাটা নিয়ে নিয়োগ দিবেন




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন