
সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার কাচাঁ বাজারে জালাল টাওয়ারের পিছনে ময়লার স্তুপ থেকে একদিনের নবজাতক কন্যা শিশু পাওয়া গেছে। স্থানীয় বাজারের দোকানদার মামুন (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮ টায় প্রকৃতির ডাকে সারা দিতে পরিত্যক্ত জায়গায় গিয়ে দেখে ময়লা কাপড়চোপড়ে মোড়ানো একটি প্যাকেট। কাছে গিয়ে মামুন নবজাতকের কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজনকে জানালে লোকজনের ভিড় লেগে যায়। পরবর্তীতে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চায় উদ্ধারকারী মামুন । এই রিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চার কোন বৈধ অভিভাবক না পাওয়ায় এবং পুলিশের অপেক্ষায় উদ্ধারকারী মামুনের জিম্মায় রয়েছে নবজাতক কন্যা শিশুটি।