বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাবেক এমপি আঙ্গুরের পেন্ডেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৯:১৭ অপরাহ্ণ

আড়াইহাজারে সাবেক এমপি আঙ্গুরের পেন্ডেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে  প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর বাজার সংলগ্ন মাহমুদপুর জামে মসজিদের সামনে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের পেন্ডিল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর জানান, মাহমুদপুর বাজার সংলগ্ন মাহমুদপুর জামে মসজিদের সামনে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর সমর্থিত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শুরু হওয়ার কথা বিকাল ৩টায়। এর আগেই উক্ত মিলাত মাহফিলে বিএনপি’র মাহমুদপুর ইউনিয়ন সভাপতি মাসুম শিকারীর বেশ কয়েকজন লোকজনের এসে অনুষ্ঠানের চেয়ার ভাঙচুর করে পেন্ডেল গুড়িয়ে দেয়। এতে আঙ্গুরের সমাবেশ পন্ড হয়ে যায়। মাহমুদপুর ইউনিয়নের সভাপতি মাসুম শিকারী বলেন বিষয়টি আমার জানা নেই। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি শুনে আমি পুলিশ পাঠিয়েছি। সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর বলেন, আমি ৩ বারের এমপি ছিলাম। আড়াইহাজারের সব উন্নয়ন আমার হাত ধরে। আমার জনপ্রিয়তায় ইষানিত হয়ে প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশী আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি এর বিচার প্রশাসন ওদলের হাইকমান্ড দিলাম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন