চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাদ জুমা সোনারগাঁ হাবিবপুর ঈদগা ময়দান থেকে
ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সোনারগাঁ হাবিবপুর ঈদগা ময়দান
থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরা পাড়া চৌরাস্তার
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সোনারগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দীন খান, ওলামা ঐক্য পরিষদের আহবানে মুফতি সাইদুর রহমান, মাওঃ মজিবুর রহমান, মাওঃ মাসুদ, মাওঃ মাহফুজ খাঁন, মাওঃ ইয়াসিন খাঁন, মাওঃ আব্দুল কালাম আজাদ, ইমাম ও খতিব, দৈলের বাগ জামে মসজিদ প্রমুখ।
বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান। এদিকে অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।