নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ কৃষি প্রশিক্ষণ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে নিরাপদ সবজি ও ফুল চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলার ডিএম গোলাম মোস্তফা , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা ও অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামান, সঞ্চালনায় ছিলেন, আবুল কালাম আজাদ, আশা সোনারগাঁ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা, উপস্থিত ছিলেন, আশার সোনারগাঁ ১-২ এবং হোসেনপুর ব্রাঞ্চের বিএম কর্মকর্তাগণ।
এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রশিক্ষণ কর্মশালায় সোনারগাঁ উপজেলার ৫০ জন প্রকৃত ফুলচাষি ও কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিরাপদ সবজি ও ফুল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি, আধুনিক প্রযুক্তি এবং জৈব চাষাবাদের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষিকাজে নিরাপদ ও টেকসই পদ্ধতির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ কৃষি উৎপাদনে সহায়তা করবে।