হেফাজত নেতা মামুনুল হককে হেনস্তার ঘটনায় সোনারগঁা থানায় দায়ের করা মামলায় মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক বাবুল ইসলাম বাবু মেম্বারকে আসামি করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথের সক্রিয় থাকা বাবু মেম্বারের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
ঘটনার বিবরণের প্রকাশ, হেফাজত ইসলাম নেতা মামুনুল হককে ২০২১ সালের ৩ এপ্রিল তারিখে নারায়ণগঞ্জের সোনারগঁা থানার রয়েল রিসোর্টে হেনস্তা করার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ১২৮ জনের নাম উল্লেখ করে ও আরও ১৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করে সোনারগঁা থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাহান সিবলি নামে এক হেফাজত নেতা এই মামলা দায়ের করেন। মামলায় ৬৪ নাম্বার আসামি করা হয়েছে মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক বাবুল ইসলাম বাবু মেম্বারকে।
খেঁাজ নিয়ে জানা যায়, ২০১২ সালে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আওতাধীন বন্ধর থানা যুবদলের অন্তর্গত মদনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় সেই কমিটিতে আহ্বায়ক ছিলেন বাবুল ইসলাম বাবু মেম্বার। বিগত স্বৈরাচারী সরকারের আমলে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদুল আলম খন্দকার খোরশেদের অনুসারী হিসেবে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন বাবুল হোসেন বাবু মেম্বার। প্রতিটি কর্মসূচিতে তিনি ও তার লোকজন অংশগ্রহণ করেছেন। কিন্তু রাজনৈতিক মারপ্যঁাচে মাসুদুল আলম খন্দকার খোরশেদ যুবদলের রাজনীতি মূলধারা থেকে বিচ্যুত হয়ে যাওয়ায় আড়ালে চলে যায় তার অনুসারীরা। তবে দলের ভালোবাসায় পদ পদবী ছাড়াও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন বাবু মেম্বার এর মত জিয়ার সৈনিকরা। জুলাই আগস্টের গণ-আন্দোলনে ও ভূমিকা রেখেছেন।
স্থানীয় রাজনীতিতে ব্যক্তিগত শত্রুতার কারণে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বাবু মেম্বার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। কখনো পদ পদবীর আশায় বসে থাকি নি। স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য মামলার আসামি হয়েছি তাতে কোন দুঃখ নেই কিন্তু আজ এত কষ্ট করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে মামলার আসামি হতে হলো যা কোনভাবে মেনে নিতে পারছি না।
এ বিষয়ে জানতে মামলার বাদী শাহজাহান শিবলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।