শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথম দিনে মেঘনা নদীতে অবৈধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | ১০:১৫ অপরাহ্ণ

প্রথম দিনে মেঘনা নদীতে অবৈধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর খাগকান্দা, দয়াকান্দা ও বিশনন্দীসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস অফিস।
মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যার ফলে নিষেধাজ্ঞার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায় ও দুস্থ লোকেদের মধ্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরন, সংরক্ষণ নিষিদ্ধ আইনত দন্ডনীয় অপরাধ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন