
সোলায়মান হাসান: সোনারগাঁয়ে জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ রিনা বেগম (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় এই ঘনটা ঘটে। মারাক্তক আহত রিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ ছেলে তানভীর আহাম্মেদ বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের জয়নাল আবেদ্দীন এর সাথে একই গ্রামের ইমান আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলচ্ছে। এর জের ধরে শুক্রবার বিকেলে ইমান আলী তার লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জয়নাল আবদ্দীনের জমি দখল করতে যান। এই সময় জয়নাল আবদ্দীনের স্ত্রী রিনা বেগম বাঁধা দিতে গেলে ইমান আলী ও তার ছেলে তুহিন আহাম্মেদ তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন। হামলার সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় রিনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
অভিযুক্ত ইমান আলী সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।