
আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার থানা হতে লুন্ঠিত গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করেছে। এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ঘটনার দিন রাত ১ টায় ১২০ টি টিয়ারসেল ও ৩০ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অপর দিকে পুলিশ অপর অভিযানে উপজেলার ছোট সাদারদিয়া গ্রাম থেকে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলালকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের করিমের ছেলে। তাকে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করেছেন।