
স্টাফ রিপোর্টার — সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমানের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় হাড়িয়া ক্লাস্টারের পক্ষ থেকে ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ সোহাগ হোসেন । আজ ১ অক্টোবর সোনারগাঁও উপজেলার প্রায় বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন এ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । কিন্তু , এতে অভিযোগ উঠেছে , সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ মাহবুব এবং ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিছ প্রায় বিশটি বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেন শিক্ষা অফিসারের বিদায় অনুষ্ঠানের নামে । তাতে অনেক শিক্ষকই অসন্তুষ্টি প্রকাশ করেন । নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক এ ব্যাপারে আমাদের কাছে বলেন , একজন সম্মানিত ব্যাক্তিকে আমরা বিদায় জানানোর জন্য আন্তরিকতার সাথে অনুষ্ঠান করবো , এর জন্য যে পরিমাণ টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য না । কিন্তু , আমাদের এখানে কিছু বলার সুযোগ নেই । তাই চুপ করে থাকাই ভালো । আমরা আশা করবো ভবিষ্যতে যেন আর এ ধরনের কাজ না করা হয় ।