সোনারগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্হতা কামনায় সোনারগাঁ উপজেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
৪ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়ন প্রতাপেরচর বেপারী প্লাজা এই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিল সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন সভাপতিত্বে সোনারগাঁ উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফিকুর রহমান রহমান,সোনারগাঁ উপজেলা যুবদল নেতা করিম রহমান, সোহেল রানা,নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর রহমান, মোগড়াপাড়া যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা এডভোকেট সুমন মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক মোগড়াপাড়া ইউনিয়ন রাকিব মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।