শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গণহারে মামলা বাদী জানেনা আসামির সংখ্যা, দোষলেন নেতাদের

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | ৬:১৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে গণহারে মামলা বাদী জানেনা  আসামির সংখ্যা, দোষলেন  নেতাদের

সোনারগাঁ সংবাদদাতা,ফাহাদ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগষ্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শফিক নামে এক ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় নিহত শফিকের চাচাত ভাই আবু হানিফ বাদী হয়ে ২৩ আগস্ট শুক্রবার সোনারগাঁ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৫৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানির করার লক্ষ্যে সোনারগাঁয়ে বিভিন্ন সাংবাদিক ক্লাবের ৫ জন সাংবাদিক কে জড়ানো হয়েছে। এর মধ্যে ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সেক্রেটারি , সোনারগাঁ নিউজ ক্লাবের সাধারন সম্পাদক, ফাহাদুল ইসলামের নাম জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ফাহাদুল ইসলাম দৈনিক আমার সময় পত্রিকার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হুরে জান্নাত বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি, জবরদখল, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ বিএনপির স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজসে সাংবাদিকদের মামলায় জড়ানো হয়েছে।

৫ জন পেশাদার সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার এহাজার থেকে সকল সাংবাদিকদের নাম প্রত্যাহারে নারায়ণগঞ্জ ডিসি বরাবর ও এসপি মহোদয় বরাবর স্মারকলিপির প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে গত ৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমাকে শুধু একটি সাদা কাগজে স্বাক্ষর করার কথা বলেন, আমি স্বাক্ষর দিলে বললেন আপনার মামলা হয়ে গেছে। পরবর্তী শুনি শতশত নিরীহ ও সাধারণ জনগণ সহ দেশের চতুর্থ স্তম্ভ সমাজের দর্পণ সাংবাদিকদের বিরুদ্ধেও নাম জড়ানো হয়েছে যেটা খুবই দুঃখজনক, কত জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে আমি নিজেও তা জানিনা। আমি কেন নিরীহ মানুষের নামে মামলা দিব। আমাকে রাজনৈতিক দল ও থানা থেকে যেভাবে বলছে আমি সেভাবে করেছি। আমি কাউকে হয়রানিমূলক ভাবে মামলা দেইনি, কাউকে আমি চিনি ও না। আপনারা থানায় ও রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন