শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে হিন্দু ধর্মালম্বী সাথে মতবিনিময় সভা করলেন শাহ আলম মুকুল

বুধবার, ২১ আগস্ট ২০২৪ | ৫:২৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে হিন্দু ধর্মালম্বী সাথে মতবিনিময় সভা করলেন শাহ আলম মুকুল

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ সংখ্যালঘুদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি নিয়ে সোনারগাঁ ও লাঙ্গলবন্ধ এলাকার হিন্দু ধর্মালম্বীরসাথে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুকুল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

২০ আগস্ট মঙ্গলবার বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এই মতবিনিময় হয় । এ সময় ধর্মীয় গুরুদের সাথে গতানুগতিক হিন্দু-মুসলিম সংকট নিয়ে আলোচনা করা হয়।

শাহ আলম মুকুল বলেন, বর্তমান দেশের সংকটকালে কোনো এক কুচক্রী মহল হিন্দু-মুসলিম দাঙ্গার মাধ্যমে আমাদের ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তাছাড়াও আমাদের কর্মীরা মন্দিরগুলো পাহারায় নিয়োজিত থাকায় তারা সাধুবাদ জানিয়েছে। যেকোনো পরিস্থিতি হিন্দু-মুসলিম একসাথে তা মোকাবেলা করার আশ্বাস প্রদান করেছে। কেউ যাতে একটি জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হওয়ার স্পৃহা যোগায়।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,সোনারগাঁ পৌর যুবদল নেতা মীর শামীম,জামপুর ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক দিপুসহ আরো অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন