শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ৬:৩১ অপরাহ্ণ

নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ১৪ আগস্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

মজলিস নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তি লগ্নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পূর্ণগঠনের জন‍্য কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রিতি আর সামাজিক নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করার জন‍্য ছাত্র জনতার মহান ত‍্যাগের জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নেতৃত্বে এসময় দলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়নগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, রুপগঞ্জ থানা সভাপতি মাওলানা নোমান আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন